রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রবীন্দ্র কলা ভবনের পশ্চিম পাশে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, বন্ধুরা মিলে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে অবস্থান করছিলাম। এ সময় হঠাৎ একটি বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।কয়েকজন পথচারী জাগো নিউজকে জানান, রবীন্দ্র কলা ভবনের পশ্চিম পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সেখানে ধোঁয়ার আস্তরণ দেখা যায়। তবে এ সময় আশেপাশে কাউকে দেখা যায়নি।মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অশোক চৌহান জাগো নিউজকে বলেন, বিস্ফোরণের কথা শোনার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ঘটনায় জড়িত কাউকে সনাক্ত করা যায়নি।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। রাশেদ রিন্টু/এআরএ/এমএস
Advertisement