দেশজুড়ে

লক্ষ্মীপুরে বিএনপি নেতা জসিমের দাফন সম্পন্ন

লক্ষ্মীপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুজাহিদুল ইসলাম জসিমের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে জানাজা শেষে রামগতির চর রমিজ ইউনিয়নে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন।তার মৃত্যুতে লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূইয়া, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। কাজল কায়েস/এআরএ/এমএস

Advertisement