ওয়েব জায়ান্ট ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মারিসা মেয়ার যমজ মেয়ে শিশুর জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার সকালে তিনি যমজ দুই সন্তানের জন্ম দেন। খবর বিবিসির। নিজের টাম্বলার পৃষ্ঠায় তিনি লিখেছেন, আমি এবং আমার স্বামী উভয়েই আনন্দের সঙ্গে এ খুশীর খবর সকলকে জানাচ্ছি। আমাদের এ যমজ সন্তান পৃথিবীর আলো দেখতে পারায় আমরা ভীষণ খুশি। আশা করা হচ্ছে তিনি স্বল্প সময়ের জন্য মাতৃত্বকালীন ছুটিতে যাবেন। মেয়ার ও তার স্বামী জাকারি বোগের ম্যাকালিস্টার নামে তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে।বুধবার ইয়াহুকে দুটি পৃথক কোম্পানিতে বিভক্ত করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সিইও মারিসা মেয়ার ঘোষণায় বলেছেন, মূল প্রতিষ্ঠানকে দুই ভাগে বিভক্ত করলে ইয়াহুর ইন্টারনেট ব্যবসার সঠিক মূল্যায়ন নিশ্চিত হবে।কয়েক বছর ধরে প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ধুঁকছে ইয়াহু। নানাভাবে চেষ্টার পরও ইয়াহুর ‘পতন’ ঠেকানো যাচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে ইয়াহুকে দুটি পৃথক কোম্পানিতে ভাগ করার সিদ্ধান্ত নেয়া হয়।জেডএইচ/এমএস
Advertisement