দেশজুড়ে

ফেনী হাসপাতালে করোনা উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি

ফেনীতে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এরা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Advertisement

মঙ্গলবার (২৭ জুলাই) ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, ফেনী শহরের একাডেমি এলাকার মাহমুদা বেগম (৬৫), সেনবাগ উপজেলার কানকিরহাট এলাকার আলী আকবর (৭৮), ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের সাহেদুর রহমান (৩৮), দাগনভূঞা উপজেলার সত্যপুর এলাকার সৌরভ হোসেন (৭৫), সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মোমেনা খাতুন (৬০), চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের পেয়ার আহম্মদ (৬৫)।

এদিকে, জেলা স্বাস্থ্য বিভাগের করোনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৭৫২টি নমুনা পরীক্ষা করে ১৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ফেনী সদর উপজেলার ১১৫ জন, দাগনভূঞার ২৪ জন, সোনাগাজীর ৯ জন, ছাগলনাইয়ার ২১ জন, পরশুরামের ২৪ জন ও ফুলগাজীর একজন রয়েছেন।

Advertisement

এছাড়া ফেনীতে ৩০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ১১৮ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে উপসর্গে আক্রান্ত ৮৩জন ও পজিটিভ ৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১০৪ জনকে অক্সিজেন সেবা ও ১৪ জনকে আইসিইউ সেবা দেয়া হয়েছে।

নুর উল্লাহ কায়সার/এসজে/এমকেএইচ