সাহিত্য

উত্তর ফাল্গুনী

হোক বিদীর্ণ জীর্ণ-শীর্ণ,উত্তর ফাল্গুনী তামাটে!ভালোবাসি আগেরই মতপ্রণয়ে ভাটা নেই মোটে!

Advertisement

চুল সাদাটে চোখ ঘোলাটেরুক্ষ্ম ফ্যাকাসে মুখাবয়ব;ভালে শাখা বলিরেখাতবু অটুট হৃদয়ের কলরব!

কম্পিত অধরে রেখো ধরেসেই নির্মল হাসির রেখা!দ্বার খুলে প্রাণোচ্ছলেবলিও ভালোবাসি সখা!

তোমায় ছাড়ি চাই না পরীচাই না অসমানি গেলমান!এক হাসিতে কষ্ট নিপাতেবনি টগবগে নওজোয়ান!

Advertisement

প্রেমে আহত দরিদ্র হতআমড়া কাঠের ঢেঁকি হায়!জগলু পারে জনম ভরেভালোবাসতে তোমায়!

পুষ্পমঞ্জরি হাতে ধরিএসেছি তোমার দ্বারে;দেখে মুগ্ধ না দেখে দগ্ধগ্রহণে ঋণি করো মোরে!

এসইউ/এমএস

Advertisement