লাইফস্টাইল

কলিজার বারবিকিউ কাবাব তৈরির রেসিপি

গরু বা খাসির কলিজা খেতে অনেকেই পছন্দ করেন। সবাই নিশ্চয়ই কলিজার ভুনা বা দোঁপেয়াজা খেয়েছেন। তবে কলিজার বারবিকিউ কাবাবও কিন্তু খেতে খুবেই মজাদার।

Advertisement

কোরবানি ঈদের পর এ সময় অনেকেই হয়তো কলিজার বিভিন্ন পদ রান্না করতে পারেন। চাইলে কলিজার বারবিকিউ কাবাব তৈরি করতে পারেন খুব সহজেই। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. এক কাপ সেদ্ধ কলিজা২. পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ ৩. কাঁচা মরিচ কুচি ২ চা চামচ ৪. গোল মরিচের গুঁড়ো আধা চা চামচ ৫. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ ৬. লবণ স্বাদমতো

Advertisement

৭. সয়া সস ২ চা চামচ ৮. টমেটো সস ২ টেবিল চামচ ৯. বারবিকিউ সস ৩ টেবিল চামচ ১০. গরম মসলার গুঁড়ো ৩ টেবিল চামচ ১১. কাবাব মসলার গুঁড়ো ২ টেবিল চামচ ১২. চিনি পরিমাণমতো ১৩. ডিম একটি ১৪. পাউরুটি ২ টুকরো ১৫. পরিমাণমতো তেল

পদ্ধতি

প্রথমে বাটিতে সেদ্ধ কলিজার সঙ্গে সব উপকরণ মিশিয়ে ভালো করে মাখিয়ে নিন। এরপর ফ্রাইপ্যানে তেল দিন। এবার মসলায় মাখানো সেদ্ধ কলিজা বড়া আকার তৈরি করুন।

এরপর গরম তেলে কলিজার কাবাবগুলো ছেড়ে দিন। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম কলিজার বারবিকিউ কাবাব।

Advertisement

জেএমএস/জেআইএম