টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।
Advertisement
মঙ্গলবার (২৭ জুলাই) জেলার সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৯২৪ টি নমুনা পরীক্ষায় ২৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৭ দশমিক ৭০ ভাগ।’
সিভিল সার্জন বলেন, জেলার বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১১০ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৬৫ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১৭ জন।
Advertisement
এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ১৪৯ জন। শনাক্তদের মধ্যে সুস্থ হয়েছেন সাত হাজার ৭৯ জন। মোট মৃত্যু সংখ্যা ২০৫ জন।
আরিফ উর রহমান টগর/আরএইচ/জেআইএম