দেশজুড়ে

করোনা-উপসর্গে মেহেরপুরে আরও ৬ জনের মৃত্যু

মেহেরপুরে করোনা ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনায় ও দুইজন উপসর্গে মারা গেছেন।

Advertisement

মঙ্গলবার (২৭ জুলাই) জেলার সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ সময়ে ৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।’

তিনি বলেন, মেহেরপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৫০ জন ও ইয়েলো জোনে ৩৬ জন ভর্তি রয়েছেন। সঙ্কটাপন্ন রোগীরাই হাসপাতালে বেশি ভর্তি হচ্ছেন। সেখানে তাদের চিকিৎসা চলছে, অক্সিজেনের কোনো ঘাটতি নেই।’

জেলায় এখন পর্যন্ত তিন হাজার ৫৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৩১ জনের।

Advertisement

আসিফ ইকবাল/আরএইচ/জেআইএম