চট্টগ্রামের শীতার্ত মানুষের পাশে দাঁড়াল মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। শুক্রবার বিকালে নগরীর কাট্টলী এবং মনসুরাবাদ এলাকায় ফাউন্ডেশনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত ও পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। স্ট্যান্ডার্ড ব্যাংকের সৌজন্যে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কয়েকশত শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতিবছরের ন্যায় এবছরও আয়োজন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলহাজ্ব মো. মনজুর আলম বলেন, সুবিধা বঞ্চিত এসব মানুষের শীত নিবারণের জন্য সমাজের বিত্তবানদের তাদের পাশে দাঁড়ানো উচিত। সমাজের সম্পদশালীরা এগিয়ে আসলে এসব পথ শিশু ও সুবিধা বঞ্চিত মানুষের শীতের দুর্ভোগ লাঘব হবে। এ সময় উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মো. নিজামুল আলম, মো. সারোয়ার আলম, মো. ফারুক আজম, মো. সাইফুল আলম, মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপ্যাল মো. আলমগীর, ভাইস প্রিন্সিপ্যাল বাদশা আলম ও নেছার আহমদ প্রমুখ। জীবন মুছা/জেডএইচ/এমএস
Advertisement