ক্যাম্পাস

ডিবি পরিচয়ে রুয়েট শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ

রাত তখন ৩টা ১৫ মিনিট। সাদা মাইক্রোবাসে ১০/১৫ জন এসে গেট খুলতে বলে। আমরা তখন গেট খুলতে চাইনি। পরে জোর করে তারা গেট খুলে। পরে আমার ছেলের ঘরে যায়। তার ল্যাপটপ খুলে অনুসন্ধান চালাতে থাকে। এর কিছুক্ষণ পরেই তার ল্যাপটপ ও ক্যামেরাসহ তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।এভাবেই `ডিবি পুলিশ` পরিচয়ে ছেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন অপহৃত রুয়েট রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী মো. সাইফুজ্জামানের বাবা আক্কাস উজ্জামান।তিনি জানান, আমাদের বাড়িটা ছিল চার তলার। আমার ছেলে তিন তলায় থাকতো। যারা এসেছিল তারা র্যাব পরিচয় দিয়ে বাসায় ঢুকে। তাদের একজনের পোশাকে ডিবির কটি ও অন্যদের পোশাকে র্যাব লেখা ছিল। আমাকে ও আমার স্ত্রীকে ধরে রেখে তারা ছেলেকে নিয়ে যায়। তবে সাইফুজ্জামানের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহীর র্যাব-৫ এর উপ-অধনিায়ক মেজর সালাম বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। আমরা বুধবার রাতে কোনো অভিযান চালায় নি।সাইফুজ্জামান রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক। তার বাড়ি রাজশাহীর নগরীর রাজপাড়ার তেরখাদিয়া পশ্চিমপাড়ায়। তিনি বিবাহিত। তার স্ত্রী ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়েন।এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান হিমেল বলেন, আমরা খোঁজ নেয়ার চেষ্টা করছি। দুই/এক দিনের মধ্যে যদি আমরা না পাই তবে কঠোর কর্মসূচিতে যাবো।সাইফুজ্জামানের শ্বশুর রেজাউল করিম জাগো নিউজকে বলেন, আমরা শুক্রবার অপহরণের বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে জানিয়েছি।এ ঘটনায় সাইফুজ্জামানের বাবা রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। এ ব্যাপারে রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, তাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে।রাশেদ রিন্টু/এআরএ/এমএস

Advertisement