দেশজুড়ে

বগুড়ায় করোনায় নার্সের মৃত্যু

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে দুলালী বেগম (৪০) নামে প্রথম এক নার্সের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুলাই) সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের করোনা ইউনিটে তিনি মারা যান।

Advertisement

বগুড়ার গাবতলী এলাকার বাসিন্দা দুলালী বেগম শজিমেক হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শজিমেকের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ।

বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের মোহাম্মদ আলী হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক নাজিয়া নাজু জানান, দুলালী বেগম ২০০২ সালে বগুড়া নার্সিং ইনস্টিটিউট থেকে পাস করে বের হন। পরে তিনি ২০১৩ সালে নার্স হিসেবে শজিমেক হাসপাতালে যোগদান করেন। তিনি করোনার শুরু থেকেই শজিমেকের করোনা ইউনিটে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি আরও জানান, দুলালী বেগম করোনায় আক্রান্ত হয়ে ১৭ জুলাই শজিমেক হাসপাতালে ভর্তি হন। এছাড়া তিনি আগে থেকেই কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। পরে আজ সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Advertisement

দুলালী বেগমই জেলায় প্রথম নার্স হিসেবে করোনায় মারা গেলেন বলেও নিশ্চিত করেন নাজিয়া নাজু।

এমআরআর/এএসএম