দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১০৩ জন।
Advertisement
দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মো. এজাজ-উল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় দুই, বোচাগঞ্জে এক ও পার্বতীপুরে একজন রয়েছে। এছাড়া একই সময়ে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন উপসর্গে মারা গেছেন।
তিনি আরও জানান, রোববার সন্ধ্যা পর্যন্ত জেলার ৫৮০ জনের নমুনা পরীক্ষা করে ১০৩ জন পজিটিভ হয়েছেন। বর্তমানে জেলায় একহাজার ২৪৯ জন করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। এরমধ্যে ১১৯ জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৭ জন।
Advertisement
এমদাদুল হক মিলন/এএইচ/এএসএম