করোনা ও উপসর্গে গত ২৫ দিনে ফরিদপুরে ২৬৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১২৪ ও উপসর্গ নিয়ে ১৪৩ জন মারা গেছেন।
Advertisement
সোমবার (২৬ জুলাই) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
ডা. সাইফুর রহমান বলেন, ‘ মৃতরা গত ২৫ দিনে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলা থেকে চিকিৎসা নিতে এসেছিলেন। এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ১৭ জুলাই। এ দিনে মারা গেছে ২১ জন। এছাড়াও ২০ ও ২২ জুলাই ১৯ জন করে মৃত্যু হয়েছে।’
Advertisement
তিনি আরও বলেন, ‘দূর-দূরান্ত থেকে যে রোগীগুলো আসে তাদের শারীরিক অবস্থা একেবারে খারাপ অবস্থায় নিয়ে আসা হয়। যে কারণে তাদের মধ্যেই মৃত্যুর হার বেশি।’
ফরিদপুর জেলার সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান বলেন, এ পর্যন্ত ফরিদপুরে করোনাভাইারাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮২৯ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪১ জনের।
এ বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘করোনাভাইরাসের এ দুর্যোগে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধু আইন প্রয়োগ করে নয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে সব শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা দরকার।
এন কে বি নয়ন/আরএইচ/এএসএম
Advertisement