খেলাধুলা

হোবার্টেও ভঙ্গুর চেহারায় ওয়েস্ট ইন্ডিজ

অ্যাডাম ভোজেস আর শন মার্শের নাম সারাজীবন হয়তো মনে রাখবেন হোল্ডার, টেলর, রোচ কিংবা গ্যাব্রিয়েলরা। নিজেদের বোলিং এতটা ধারহীন হয়তো আর কখনও দেখেননি তারা। ৪৪৯ রানের এক মহাকাব্যিক জুটির পর ওয়েস্ট ইন্ডিজ যে একেবারেই ভঙ্গুর একটি দল তা আর বলার অপেক্ষা রাখে না।আগেরদিনই দু’জন মিলে ৩১৭ রানের জুটি গড়ে ছিলেন অপরাজিত। সেঞ্চুরি এসে গিয়েছিল দু’জনের ব্যাট থেকেই। শুধু দেখার অপেক্ষা ছিল, কতদুর টেনে নিয়ে যেতে পারেন তারা দু’জন। তবে সবাই ভেবেছিল, দ্বিতীয়দিন সকালের আদ্রতা হয়তো ক্যারিবীয় বোলারদের পক্ষেই আসবে।কিন্তু সব ধারনা পাল্টে দিলেন অ্যাডাম ভোজেস আর শন মার্শ। ৪৪৯ রানের জুটি গড়ার পর অবশেষে তাদের দু’জনকে বিচ্ছিন্ন করতে সক্ষম হলেন ওয়ারিকান। ৮৭.৩ ওভার ব্যাট করে ৫.১৩ গড়ে বিশাল এই জুটি গড়ে আউট হন শন মার্শ, ব্যাক্তিগত ১৮২ রানে। অস্ট্রেলিয়ার রান তখন ৫৭০।তার আগেই ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করে ফেলেছেন অ্যাডাম ভোজেস। এই টেস্টের আগে তার ব্যাক্তিগত সর্বোচ্চ রান ছিল ১৩০। এই ইনিংসে এসে তিনি খেলে ফেললেন ২৬৯ রানের বিশাল এক ইনিংস। তাও অপরাজিত।কিছুটা আক্ষেপ করতে পারেন ভোজেস। আর কিছুক্ষণ সময় পেলে হয়তো ক্যারিয়ারে প্রথম ত্রিপল সেঞ্চুরির দেখা পেয়েও যেতেন তিনি; কিন্তু অসি অধিনায়ক, ৫৮৩ রানেই ইনিংষ ঘোষণা করে বসেন। ড্রেসিংরূম থেকে ডেকে পাঠালেন ভোজেস আর মিচেল মার্শকে। ফলে ত্রিপল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপকে সঙ্গে নিয়েই উঠে আসতে হলো ভোজেসকে।৫৮৩ রানের জবাব দিতে নেমে অসি বোলার জস হ্যাজলউড আর নাথান লায়নের হাতে দিশেহারা হয়ে পড়েছে ক্যারিবীয় ব্যাটিং। শুধুমাত্র ড্যারেন ব্রাভোছাড়া আর কোন ব্যাটসম্যানই অসি বোরারদের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারেননি।ইনিংসের ১৭ রানের মাথায়ই ওপেনার ক্রেইগ ব্রাফেটকে ফিরিয়ে দেন হ্যাজলউড। ক্যারিবীয় দুর্দশার শুরু তখনই। দলীয় ৫৮ রানে ফিরে গেলেন রাজেন্দ্র চন্দ্রিকা। ২৫ রান করে তিনি আউট হন নাথান লায়নের বলে। বিপিএলে দুর্দান্ত খেলে যাওয়া মারলন স্যামুয়েলস আউট হন মাত্র ৯ রান করে। জার্মেইন ব্ল্যাকউড আউট হন শূন্য রানে। দিনেশ রামদিনও টিকতে পারলেন না। ১৫ বলে ৮ রান করে আউট হয়ে যান তিনি। আউট হলেন টেস্ট অধিনায় জ্যাসন হোল্ডারও। অথ্যাৎ ১১৬ রানেই পড়লো ৬ উইকেট।শুধুমাত্র তিন নম্বরে ব্যাট করতে নামা ড্যারেন ব্রাভো অপরাজিত রয়েছেন ৯৪ রানে। দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের যে ২০৭ রান, তার অধিকাংশই এলো ব্রাভোর ব্যাট থেকে। সপ্তম উইকেট জুটিতে কেমার রোচকে নিয়ে ৯১ রান তোলেন ব্রাভো। রোচ অপরাজিত রয়েছেন ৩১ রানে।অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ৩৭৬ রান পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলো অন এড়ানোও যে তাদের পক্ষে অসম্ভব, সেটাই এখন প্রায় নিশ্চিত। যদিও ব্রাভোর ব্যাটে কোন চমক না দেখিয়ে দেয় ক্যারিবীয়রা। অস্ট্রেলিয়ার পক্ষে ৩ উইকেট নেন নাথান লায়ন, ২ উইকেট নেন জস হ্যাজলউড।আইএইচএস/এমএস

Advertisement