করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সাবেক উপ-পরিচালক অধ্যাপক ডা. এজেএম শামসুদ্দিন চৌধুরী।
Advertisement
রোববার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এ চিকিৎসকের মৃত্যু হয়।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘ডা. এজেএম শামসুদ্দিন চৌধুরী কয়েকদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। গতকাল রাতে নগরের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চমেকের দ্বিতীয় ব্যাচের ছাত্র ছিলেন।’
মিজানুর রহমান/জেডএইচ/এএসএম
Advertisement