দেশজুড়ে

করোনায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের

করোনায় আক্রান্ত হয়ে পাবনার প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক (৭০) মারা গেছেন।

Advertisement

রোববার (২৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঈশ্বরদীর সাপ্তাহিক ইতিহাস সম্পাদক শেখ মহসিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে এ পর্যন্ত জেলার আরও চার সাংবাদিক পরিবার করোনায় আক্রান্ত হয়। পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবির করোনা শনাক্ত হয়েছিল। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। তার ছেলে এটিএন নিউজের সাংবাদিক রিজভী জয় পরিবারসহ করোনায় আক্রান্ত হন। পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি চ্যানেল আই ও যুগান্তরের সাংবাদিক আখতারুজ্জামান আখতার সপরিবারের করোনায় আক্রান্ত।

পাবনা রিপোর্টাস ইউনিটির সভাপতি ও সংবাদের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান স্বপন করোনা আক্রান্ত হয়ে ঢাকাতে চিকিৎসাধীন ছিলেন। পাবনায় করোনায় আক্রান্ত সাংবাদিক পরিবারের প্রায় সবার শারীরিক অবস্থাই উন্নতির দিকে। তবে সাংবাদিক আখতারুজ্জামান আখতার গত ১৮ দিন ধরে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

আমিন ইসলাম/এসজে/এমকেএইচ