আইন-আদালত

অন্তত একজন দরিদ্র মানুষের পাশে দাঁড়ান

সমাজের দারিদ্র, নিপীড়িত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আইজীবীদের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যায়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সম্মেলনে সুপ্রিমকোর্ট আইজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে তিনি এ কথা বলেন।   প্রধান বিচারপতি বলেন, প্রত্যেক আইনজীবীকে অন্তত একজন দারিদ্র মানুষের মামলা নিয়ে কাজ করা উচিত। যারা অর্থের অভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন, সেইসব দারিদ্র মানুষের জন্য প্রতি মাসে অন্তত একটি মামলায় টাকা ছাড়া আইনি সহায়তা দেয়ার আহ্বান জানান তিনি । এসময় দারিদ্র নিপীড়িতদের আইনি সহায়তা দানকারী আইনজীবীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেয়ার আশ্বাসও দেন তিনি।   যুক্তরাষ্ট্র, ব্রিটেনের উদাহরণ টেনে এসকে সিনহা বলেন, সামনে পৌরসভা নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন স্থানে   নির্যাতন ও হয়রানি হতে পারে। আইনজীবীরা আপনাদের এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়াবেন। মানুষের কাছে ভালো মানুষ ও আইনজীবী হিসেবে পরিচিত হবেন।  তিনি আরো বলেন, ঢাবি, রাবি ও চবি দেশের প্রথম সারির তিনটি পাবলিক বিশ্বিবদ্যালয়। এ তিন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পাস করে অধিকাংশরা প্রতিষ্ঠিত হচ্ছেন। রাবির এ ধরনের সম্মেলন ঢাকায় আয়োজন না করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে শিক্ষার্থীরা উপকৃত হবেন। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে আপনাদের কাছ থেকে অনেক কিছু তারা জানতে পারবেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রিমকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বিচারপতি একেএম আসাদুজ্জামান, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মুজিবুর রহমান মিয়া।আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রবিউল আলম বুদুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল প্রমুখ।এফএইচ/এসকেডি/এএইচ/এমএস

Advertisement