দেশজুড়ে

করোনা-উপসর্গে বগুড়ায় আরও ১৬ জনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গে ১৫ জন মারা গেছেন।

Advertisement

সোমবার (২৬ জুলাই) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মৃতরা জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনায় মৃত ব্যক্তির আসাদুল্লাহ (৯০)। তিনি সদর উপজেলার বাসিন্দা। টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।’

ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৮২ জন, জিন এক্সপার্ট মেশিনে ১৫ নমুনায় পাঁচজন, অ্যান্টিজেন পরীক্ষায় ২৭৮ নমুনায় ৫৭ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৭ নমুনায় ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।’

Advertisement

সিভিল সার্জন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৬২২ নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭০ জন। এর মধ্যে সদরের ১০৩ জন, শাজাহানপুরে ১৭ জন, শেরপুরে ১৫ জন, শিবগঞ্জে ১১ জন, গাবতলীতে ছয়জন, কাহালুতে চারজন, দুপচাঁচিয়ায় তিনজন, সারিয়াকান্দিতে তিনজন, নন্দীগ্রামে তিনজন, আদমদীঘিতে দুইজন, ধুনটে দুইজন ও সোনাতলায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন।’

জেলায় এখন পর্যন্ত ১৮ হাজার ২৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৭৫৪ জন। মৃত্যু ৫৩৯ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন ১৯৭১ জন।

আরএইচ/জিকেএস

Advertisement