চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় হাসপাতালের রেড জোনে দুইজনের এবং উপসর্গ নিয়ে হলুদ জোনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে চুয়াডাঙ্গায় ৫০৩টি নমুনা পরীক্ষায় ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
Advertisement
সোমবার (২৬ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনা এবং উপসর্গে মৃতদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার চারজন, আলমডাঙ্গা উপজেলার দুইজন এবং পার্শ্ববর্তী মেহেরপুর জেলার একজন। করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় এ পর্যন্ত মোট ১৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলায় ১৫২ জন এবং জেলার বাইরে ১৭ জন।
এদিকে নতুন শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৬৪ জন, আলমডাঙ্গা উপজেলায় ১৫ জন, দামুড়হুদা উপজেলায় ২২ জন এবং জীবননগর উপজেলায় ৯ জন রয়েছেন।
Advertisement
বর্তমানে জেলায় করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন এক হাজার ৯৩৮ জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছেন এক হাজার ৮৩৪ জন এবং হাসপাতালে আছেন ১০৪ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৭৫০ জনে। এ দিন সুস্থ হয়েছেন ৫৯ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন তিন হাজার ৬৬৫ জন।
সালাউদ্দীন কাজল/ইএ/জেআইএম