দেশজুড়ে

বাল্যবিয়ের আয়োজন, বর-বরের মামার ৬ মাসের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাল্যবিয়ে চলাকালে বর ও বরের মামার ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

রোববার (২৫ জুলাই) রাত ১০টায় উপজেলার দলদলী ইউনিয়নের পোলাডাংগা নতুন হাজীপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন-উপজেলার চামা মুশরিভুজা গ্রামের তোফজুল হকের ছেলে গোলাম আজম (৩৯) ও একই গ্রামের বর মোজাম্মেল হকের ছেলে সারোয়ার (২১)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সারোয়ারের সঙ্গে পোল্লাডাংগা এলাকায় এক কিশোরীর সঙ্গে বিয়ে ঠিক হয়। তার বয়স ১২-১৩ বছর। রোববার রাতে বর সেজে মেয়ের বাড়িতে আসেন সারোয়ার। গ্রামবাসীর কাছ থেকে এ খবর পেয়ে ওই বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পালের তত্ত্বাবধানে অভিযান পরিচলনা করা হয়। পরে বর ও বরের মামাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ মেহেদি।

ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনে দোষী সাব্যস্ত করে দুজনকে এই কারাদণ্ড দেয়া হয়।

Advertisement

সোহান মাহমুদ/এসআর