পৌরসভা নির্বাচনে ইসি (নির্বাচন কমিশন) সরকারের অনুগামী হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, গণগ্রেফতারের মাধ্যমে একটা ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে নির্বাচন কমিশন ধান্দাবাজ হিসেবে পরিগণিত হবে। রিজভী বলেন, প্রশাসনের নাকের ডগায় পৌর নির্বাচনের বারোটা বাজানোর চেষ্টা চলছে। এভাবে চলতে থাকলে মৃতপ্রায় গণতন্ত্রের জানাজা পড়তে বেশি সময় লাগবে না। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, সহ সাংগঠনিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, মাসুদুল করিম শাহীন, কেন্দ্রীয় নেতা রফিক সিকদার প্রমুখ।এসকেডি/এমএস
Advertisement