দেশজুড়ে

বড়াইগ্রামে প্রার্থিতা ফিরে পেলেন ৮ কাউন্সিলর প্রার্থী

নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী অ্যাডভোকেট শরিফুল হক মুক্তাসহ তিন কাউন্সিলর প্রার্থীর আপিল খারিজ করে দিয়েছে নির্বাচনী আপিল বিভাগ। তবে একই পৌরসভার আট কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।অপরদিকে,  নাটোর পৌরসভায় হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে একজন নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী আপিল বোর্ডের প্রধান নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমান তার সম্মেলন কক্ষে বষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। বড়াইগ্রাম পৌরসভার রিটার্নিং অফিসার ও ইউএনও মো. রুহুল আমিন জাগো নিউজকে জানান, বড়াইগ্রাম পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট শরিফুল হক মুক্তার মনোনয়নপত্রের হলফনামায় স্বাক্ষর না থাকায় গত ৬ ডিসেম্বর প্রার্থীতা বাতিল করা হয়। এ ঘটনায় শরিফুল হক মুক্তা নির্বাচনী আপিল বিভাগে আপিল করলে বৃহস্পতিবার তার প্রার্থীতা বিষয়ে আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এছাড়া পৌরসভার ১নং ওয়ার্ডে শহিদুল ইসলাম ও রবিউল করিম আদল, ২নং ওয়ার্ডে মাসুদ রানা, ৫নং ওয়ার্ডে আসাদুজ্জামান খান গোল্লা, ৬নং ওয়ার্ডে নবীর উদ্দিন ও আব্দুল জব্বার, ৮নং ওয়ার্ডে এমামুল হক লাবু এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী শিউলী রাণী সাহা তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন। তবে আপিলের পরও বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী অ্যাড. শরীফুল হক মুক্তা, ৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেন, ১নং ওয়ার্ডের ফিরোজ প্রামাণিক ও ৯নং ওয়ার্ডের ওয়াজেদ আলীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এছাড়া ২ ও ৮নং ওয়ার্ডের শাহীন আলম বাকি ও মসলেম উদ্দিন নির্বাচনী আপিল বোর্ডে আপিল করেননি। এ বিষয়ে অ্যাড. শরিফুল হক মুক্তা মুঠোফোনে জাগো নিউজকে জানান, প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতে আপিল করবেন তিনি। অপরদিকে, নাটোর পৌরসভা নির্বাচনে ৪,৫ ও ৬নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ফরিদা পারভীনের বিরুদ্ধে মামলার বিষয়টি হলফনামায় গোপন করেন। পরে একই ওয়ার্ডের অপর প্রার্থী কহিনুর বেগম পান্না হলফনামায় অসত্য তথ্য প্রদানের প্রেক্ষিতে পরিদা পারভীনের মনোনয়ন বাতিলের জন্য আপিল করেন। বৃহস্পতিবার আপিল শুনানি শেষে বিচারক হলফনামায় তথ্য গোপন করায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। রেজাউল করিম রেজা/এমজেড/এমএস

Advertisement