চলতি ডিসেম্বরে পাক-ভারত সিরিজ নিয়ে কম তোড়জোড় হয়নি। আলোচনাও কম হয়নি এ সিরিজ নিয়ে। একেক সময় একেক রূপ নিচ্ছিল ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই সিরিজটির ভাগ্য। তবে দু`দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর হল আগামী বছর ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। আইসিসির পক্ষ থেকে কোন দল কোন গ্রুপে থাকবে তা ড্রয়ের মাধ্যমে বেছে নেয়া হয়েছে। আর সেই ড্রয়ের মাধ্যমেই জানা গেছে আগামী ১৯ মার্চ ধর্মশালায় হবে পাক-ভারত মহারণ। সূচী অনুযায়ী ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে। ফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে। দীর্ঘ ২৮ বছর পর কলকাতার ইডেন গার্ডেনে বড় কোনও ক্রিকেটীয় ইভেন্টের ফাইনাল হতে চলেছে। ইডেন ছাড়াও ভারতের ব্যাঙ্গালুরু, চেন্নাই, ধর্মশালা, মোহালি, মুম্বাই, নাগপুর এবং নয়াদিল্লিতে বিশ্বকাপের খেলাগুলি অনুষ্ঠিত হবে। ভারতে প্রথমবারের মত এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে চলেছে।এমআর/এমএস
Advertisement