ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়। একইসময় ১২৩ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
Advertisement
হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ২৭৪ জন রোগী।
ফরিদপুর সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৬ হাজার ৮২৯ জন। আর জেলায় করোনায় মারা গেছেন ৩৫৪ জন।
Advertisement
এন কে বি নয়ন/এসএমএম/জেআইএম