সাহিত্য

শত্রুরা এগোচ্ছে মিত্ররা পেছাচ্ছে ও অন্যান্য

আবু আফজাল সালেহ

Advertisement

শত্রুরা এগোচ্ছে মিত্ররা পেছাচ্ছে

রাত নামতে শুরু করেছেঅন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছেঅক্টোপাসের মতো জড়িয়ে ধরতে চাচ্ছে শত্রুরামিত্রের চেয়ে শত্রু বেশি হয়ে যাচ্ছে ক্রমশঅন্ধকারেই চেনা যায় কাউকে—প্রকৃত না-কি অপ্রকৃতদুর্দিনের সহযাত্রীরাই কাঙ্ক্ষিত।

গাঢ় অন্ধকার নামছে গুটি গুটি পায়ে—শত্রুরা এগোচ্ছেমিত্ররা পেছাচ্ছেক্রমেই একা হয়ে যাচ্ছি।

Advertisement

****

মননে যুদ্ধক্ষেত্র

চারিদিকে সবুজ মধ্যিখানে ছোট্ট এক কুঁড়েঘরপাখি ডাকে চারিপাশে তার—কুজনে মুখরিত ভোরপাতারা খেলে বাতাসে, বৃষ্টি-ঝড়েঝরে পড়ে ভোরের শিশির।

আলিশানের স্বপ্ন দেখি—কিন্তু এমন কুঁড়েঘর পছন্দ করিএ তো মননে যুদ্ধ—এ দ্বৈতশক্তি তীব্র অশান্তির।

Advertisement

****

বৃষ্টি, রংধনু ও তুমি

তুমি চাইলেই একঝাঁক বৃষ্টি শুরু হবেতুমি বললেই বিরাট এক রংধনু সৃষ্টি হবেএই বৃষ্টি—তোমার চোখের চেয়ে বেশি কমনীয় নয়এই রংধনু—তোমার নগ্ন পায়ের চেয়ে উজ্জ্বলতর নয়নীলিমার বিস্তীর্ণতায় ঢেকে দেয় তোমার মেঘচুল।

বৃষ্টির পর রোদ্দুর—রংধনুরংধনুতে সাঁতার কাটব তুমি আর আমিতোমার ভেতরেই দেখি সৌন্দর্যের সুখটুকু—চুষে নেব তোমার সৌন্দর্য সব।

****

তোকে ছুঁয়ে দেই

আজ সারাদিন মেঘলা আকাশসাগরতীরে মেঘে মেঘে খেলা, রৌদ্রছায়ার লুকোচুরি।সাগরের ভাঙা ঢেউয়ে তোর খালি পায়ের হাঁটাতোর উদ্বাহুতে উড়ন্ত প্রজাপতির সৌন্দর্য—বৃষ্টিতে ভেজা ডানা—মেঘের ছায়ায়।তোর উৎসুক চোখ বিশাল সাগরঝিকিমিকি রোদ্দুর।

অলস দুপুরের পরের এই বিকেলেবৃষ্টিভেজা তোকে ছুঁয়ে দেই?

****

স্পর্শবিহীন বন্ধনের সুখ

যদি মন চায়, চলে আয়বরষার এই অলস দুপুরেকদম-কেয়ার গন্ধ মেখেবৃষ্টিতে ভিজব দুজনে।ঝাঁক ঝাঁক বৃষ্টিফোটায় পরিত্যক্ত বিকেলেতোর ভেজা চুলের গন্ধ শুঁকেতোকে একটু ছুঁয়ে দেবো—স্পর্শবিহীন বন্ধনে!

স্পর্শের সুখের চেয়ে বেশি সুখকল্পিত সুখের চেয়েও ঢের সুখ এখানে।

এসইউ/এমএস