দেশজুড়ে

ভারত থেকে আসা অক্সিজেন সিরাজগঞ্জে খালাস, সড়ক পথে আসবে ঢাকায়

ভারত থেকে বাংলাদেশে আসা ২০০ টন তরল অক্সিজেন গ্রহণ করেছে আমদানিকারক প্রতিষ্ঠান

Advertisement

রোববার (২৫ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ‘অক্সিজেন এক্সপ্রেস’ট্রেনটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে পৌঁছায়।

সেখানে তরল মেডিকেল অক্সিজেন বুঝে নেন আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া বেগম ও প্রশাসনিক কর্মকর্তা (সেলস) নুর উর রহমান প্রমুখ।

এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ, সিভিল সার্জন ডা. রামাপদ রায়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Advertisement

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বলেন, ‘ভারতের ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি শনিবার (২৪ জুলাই) দিনগত রাত ১০ টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি। সেখানে আনুষ্ঠানিকতা শেষে রওনা দিয়ে রোববার (২৫ জুলাই) বেলা ১১টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়।;

লিনডে বাংলাদেশ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া খাতুন বলেন, ‘আমদানিকৃত তরল মেডিকেল অক্সিজেন সড়কপথে ঢাকায় নেয়া হবে। সেখান থেকে দেশের হাসপাতালে এ অক্সিজেন সরবরাহ করা হবে ‘

তিনি আরও বলেন, ‘এর আগে টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বেনাপোল বন্দরে ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানানো হয়।’

জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ বলেন, ‘করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের জরুরি সেবার জন্য সরকারি সহযোগিতায় অক্সিজেন আমদানি করা হয়েছে। এসব অক্সিজেন খালাসের পর দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।

Advertisement

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/জিকেএস