সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুলাই) সকালে জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।
Advertisement
তিনি বলেন, ‘মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন ও করোনা উপসর্গে বাকি ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’
ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, ‘জেলায় এখন পর্যন্ত পাঁচ হাজার ১৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৯১৯ জন। করোনায় আক্রান্ত হয়ে ৮৩ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫১১ জন।’
তিনি আরও বলেন ‘জেলায় বর্তমানে করোনা রোগী রয়েছে ১ হাজার ১৬৭ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩১ জন। ভর্তি রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৬ জন ও বেসরকারি হাসপাতালে পাঁচজন রয়েছেন। বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।’
Advertisement
আহসানুর রহমান রাজীব/আরএইচ/জিকেএস