কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৬৩ জন।
Advertisement
মৃতদের মধ্যে কুমিল্লা সিটি কপোরেশন এলাকার দুইজন। আর চান্দিনা, লালমাই, মনোহরগঞ্জ ও মুরাদনগর উপজেলার একজন করে মারা গেছেন। তাদের সবাই পুরুষ। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৪৭ জনে।
শনিববার (২৪ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৪৯৯ জনের নমুনা পরীক্ষায় ২৬৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ১২৯ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ৫২ দশমিক ৭ শতাংশ।
Advertisement
নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ৬১ জন, আদর্শ সদরে ৫ জন, সদর দক্ষিণের ছয়জন, বুড়িচংয়ে ৩৪ জন, চান্দিনার ১৩ জন, চৌদ্দগ্রামে নয়জন, দেবীদ্বারে ১৯ জন, দাউদকান্দিতে দুইজন, লাকসামে তিনজন, লালমাইতে পাঁচজন, নাঙ্গলকোটে দুইজন, বরুড়ায় ১৯ জন, মনোহরগঞ্জে চারজন, মুরাদনগরে তিনজন, তিতাসে ২৬ জন এবং হোমনা উপজেলায় ৫৫ জন রয়েছেন।
জাহিদ পাটোয়ারী/এএএইচ