আকাশ আংশিক মেঘলাসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি অথবা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।আবহাওয়া অধিদফতর জানায়, শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ৭২ ঘণ্টায় গুঁড়ি গুঁড়ি অথবা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পরতে পারে।এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।আরএস/পিআর
Advertisement