সপ্তাহের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুহার কমেছে, বেড়েছে সুস্থ রোগীর সংখ্যাও। এছাড়া নমুনা পরীক্ষার সংখ্যাও আগের সপ্তাহের তুলনায় কমেছে। এক সপ্তাহে মৃত্যু ১০৩ জনের এবং শনাক্ত কমেছে ২২ হাজার ১৬৩ জনের। নমুনা পরীক্ষা কমেছে ৮২ হাজার ৭১৬টি ও সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫২ জন।
Advertisement
চলতি বছরের ২৮তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহের (১১ থেকে ১৭ জুলাই) তুলনায় ২৯তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহের (১৮ থেকে ২৪ জুলাই) পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
বিশ্লেষণে দেখা গেছে, এ সময়ে নমুনা পরীক্ষা ২৮ দশমিক ৯৪ শতাংশ, শনাক্ত ২৬ দশমিক ৬৭ এবং মৃত্যু ৬ দশমিক ৯৬ শতাংশ হ্রাস পায়। একই সময়ে সুস্থতা বেড়েছে ১৮ দশমিক ৪৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, ২৮তম এপিডেমিওলজিক্যাল ২৮ সপ্তাহে ২ লাখ ৮৪ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষা, ৬০ হাজার ৯৩৩ জন শনাক্ত, ৫৫ হাজার ১৭৬ জন সুস্থ ও ১ হাজার ৪৮০ জনের মৃত্যু হয়।
Advertisement
এক সপ্তাহের ব্যবধানে ২৯তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে ২ লাখ ২ হাজার ১১৩টি নমুনা পরীক্ষা, ২৩ হাজার ৫৪১ জন শনাক্ত, ১৬ হাজার ১২২ জন সুস্থ ও ১ হাজার ৩৭৭ জনের মৃত্যু হয়।
এমইউ/এমএসএম/এমআরএম/এএসএম