দেশজুড়ে

করোনা : ফেনীতে আরও ৬ জনের মৃত্যু

ফেনীতে করোনাভাইরাস ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুজন ও উপসর্গে চারজনের মৃত্যু হয়। একইসময় জেলায় নতুন করে আরও ৭৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

Advertisement

করোনায় মৃত দুজন ছাগলনাইয়া ও দাগনভূঞার বাসিন্দা। বাকি চারজন উপসর্গে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে মারা যান।

করোনায় দাগনভূঞার নিজ বাড়িতে আবু তাহের (৫০) ও ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শফিকুর রহমান (৬০) মারা যান।

এছাড়া উপসর্গ নিয়ে মৃতরা হলেন, সদর উপজেলার ধলিয়া এলাকার জসিম উদ্দিন (৫৫), ছাগলনাইয়ার পশ্চিম শিলুয়া এলাকার আবদুস গোফরান (৭০), নোয়াখালী সদরের ধর্মপুর এলাকার আবুল বাশার (৬৫) ও কুমিল্লার নাঙ্গলকোটের আবদুস ছোবহান (৮০)।

Advertisement

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫৭ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন শনাক্তদের মাঝে ফেনী সদর উপজেলায় দুজন, দাগনভূঞায় ২১ জন, সোনাগাজী একজন, ছাগলনাইয়ায় ৩৬ জন, পরশুরামে আটজন ও ফুলগাজীতে আটজন রয়েছেন।

এদিকে জেলায় আক্রান্তদের মাঝে ১ হাজার ৮৫৮ জন হোম আইসোলেশনে ও ৬৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী জানান, ফেনীতে ৩০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ১২২ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে উপসর্গে ৯৮ জন ও পজিটিভ ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১১৪ জনকে অক্সিজেন সেবা দেয়া হচ্ছে। আর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন ১৪ জন।

Advertisement

নুর উল্লাহ কায়সার/এসএমএম/এএসএম