চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের তালিকাভুক্ত মোস্ট ওয়ান্টেড রুহুল আমিনকে (৩৫) গুলি করে হত্যা করেছে বিএসএফ। শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রুহুল মণ্ডল ভারতের নদীয়া জেলার চাপড়া থানার লক্ষীপুর বড়ইগাতী গ্রামের কাসিম মণ্ডলের ছেলে এবং বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার সুবলপুর গ্রামের জামাতা। এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে রুহুল মণ্ডলসহ বেশ কয়েকজন ঠাকুরপুর সীমান্তের ৯১ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশের সময় মালুয়াপাড়া বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। এরপর বিএসএফ তার মরদেহ নিয়ে যায়।ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু তাহের, রুহুল মণ্ডলের গুলি করে হত্যা করার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান জাগো নিউজকে জানান, নিহত রুহুল মণ্ডল সীমান্তে সন্ত্রাসী ও ডাকাতির কারণে বিজিবি-বিএসএফের মোস্ট ওয়ান্টেড হিসেবে তালিকাভুক্ত ছিলেন। এছাড়াও গত ১২ ডিসেম্বর ২০১৪ তারিখে তিনি মালুয়াপাড়া বিএসএফ কোম্পানি কমান্ডারের বাম হাতের চারটি আঙুল এবং ডান হাতের কব্জিতে কুপিয়ে প্রায় আলাদা করে ফেলেন। এছাড়াও উক্ত ব্যক্তির ভারতে বাড়ি ও তিনটি সন্তান আছে। চুয়াডাঙ্গা জেলার সুবলপুর গ্রামের বিভিন্ন জায়গায় কয়েকজন নারী তাকে স্বামী হিসেবে দাবি করেছেন বলেও জানান তিনি। সালাউদ্দিন কাজল/এমজেড/পিআর
Advertisement