দেশজুড়ে

করোনা : যশোরে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন। একইসময় জেলায় করোনা শনাক্ত হয়েছে আরও ২৪ জনের।

Advertisement

শনিবার (২৪ জুলাই) দুপুরে যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ১৪৭ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে যবিপ্রবির জিনোম সেন্টারে ১১১ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া খুলনা মেডিকেল কলেজে (খুমেক) ১৩ জনের নমুনা পরীক্ষায় একজন ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২৩ জনের নমুনা পরীক্ষায় আটজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৬ ভাগ।

একইসময় জেলায় করোনায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৫ জনে।

Advertisement

এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৬১২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৯৭ জন।

এদিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হলেও উপসর্গ নিয়ে কেউ মারা যাননি।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, যশোর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪৯ জন। এরমধ্যে করোনা ইউনিটের রেডজোনে ১০৫ জন ও ইয়েলোজোনে ৪৪ জন রয়েছেন।

মিলন রহমান/এসএমএম/এমএস

Advertisement