কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে কুমিল্লার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর পাড়ে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। ঈদের পর থেকে প্রতিদিনই এখানে জমায়েত হচ্ছে শত শত নারী-পুরুষ।
Advertisement
লকডাউনের প্রথম দিন শুক্রবার (২৩ জুলাই) বিকেলে সরেজমিনে দেখা গেছে, চৌদ্দগ্রামের মরকোটা স্টিল ব্রিজ ও নাঙ্গলকোটের চাঁদেরবাগ সেতু এলাকায় বিভিন্ন স্থান থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছেন। মানছেন না কোনো প্রকার স্বাস্থ্যবিধি। নারী-শিশুসহ অধিকাংশের মুখে ছিল না মাস্ক। দুই সেতু এলাকায় তিল ধারণের ঠাঁই ছিল না। নৌকা ভাড়া নিয়ে উচ্চ শব্দে ডিজে গানের তালে নাচতে দেখা গেছে অনেককে।
সেখানে কথা হয় কুমিল্লা শহর থেকে ঘুরতে আসা আব্দুর রশিদের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, ‘করোনার কারণে দেশের সব বিনোদন স্থানগুলো বন্ধ রয়েছে। তাই ঈদে ডাকাতিয়া নদীর পাড়ে ঘুরতে এলাম। এখানে মানুষের ব্যাপক সমাগমে অনেক ভাল লাগছে।’
আবদুল্লা আল শাফি নামে এক যুবক বলেন, ‘ঈদের আনন্দ উপভোগ করতে বন্ধুরা সবাই মিলে এখানে ঘুরতে এসেছি। এ এলাকায় প্রশাসনের নজরদারি কম। তাই আনন্দ করতে সবাই এখানে চলে এলাম।’
Advertisement
শাহ আলম মজুমদার নামে নদী পাড়ের এক বাসিন্দা জাগো নিউজকে বলেন, ‘সকাল থেকে এখানে মানুষের ভিড় জমাতে থাকে। এতে করে এলাকায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ‘
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মনজুরুল হক জাগো নিউজকে বলেন, আপনার মাধ্যমে জেনেছি। সময় সুযোগমত ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লামইয়া সাইফুল জাগো নিউজকে বলেন, ‘এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান জাগো নিউজকে বলেন, ‘আপনি জায়গাটার নাম ঠিকানা লিখে এসএমএস করুন। আমি ব্যবস্থা নিচ্ছি।’
Advertisement
জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস