নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন বন্দর উপজেলার ও একজন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
Advertisement
শনিবার (২৪ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৪৭২ জনের নমুনা পরীক্ষায় ১৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।’
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১২৪ জন ও আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৫৫৫ জন, সদরে মারা গেছেন ৪৭ জন ও আক্রান্ত হয়েছে তিন হাজার ৭২০ জন, বন্দরে মারা গেছেন ১৩ জন ও আক্রান্ত হয়েছেন একহাজার ৬২৬ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৫ জন ও আক্রান্ত হয়েছেন তিন হাজার ১৯৭ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৪৫ জন ও আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৮০ জন এবং আড়াইহাজারে মারা গেছেন চারজন ও আক্রান্ত হয়েছেন এক হাজার ১৮১ জন।
জেলায় এখন পর্যন্ত ১৮ হাজার ৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯৫৬ জন ও মারা গেছেন ২৪৯ জন। জেলায় এখন পর্যন্ত এক লাখ ৩০ হাজার ১৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
Advertisement
মো. শাহাদাত হোসেন/আরএইচ/এমএস