পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন?জামিল প্রায়ই তার ল্যাপটপের পাসওয়ার্ড ভুলে যান। তাই বস বললেন, ‘পাসওয়ার্ড মনে রাখতে পারেন না, তাহলে দেওয়ার দরকার কী?’ তবু তিনি পাসওয়ার্ড দেবেনই। তারপর বস তাকে বললেন, ‘একটা ছোট ডায়েরিতে পাসওয়ার্ডটা লিখে রাখুন।’
Advertisement
বুদ্ধিটা তার বেশ পছন্দ হলো। পরদিন তিনি আবার পাসওয়ার্ড ভুলে গেলেন। তাকে ডায়েরির কথা মনে করিয়ে দিতেই করুণ মুখে বললেন, ‘যে ডায়েরিতে পাসওয়ার্ডটা লিখেছি, সেটা আনতে ভুলে গেছি।’
****
খরগোশ-অজগরের কথোপকথনএক রাতে পথ চলতে গিয়ে ধাক্কা খেল অন্ধ খরগোশ আর অন্ধ অজগর। খরগোশের শরীর স্পর্শ করে অজগর বলল, ‘নরম, কোমল লোম গায়ে, লম্বা কান... খরগোশ না-কি?’
Advertisement
খরগোশ এবার অজগরের শরীর স্পর্শ করে বলল, ‘ঠান্ডা ও পিচ্ছিল শরীর, একটাও কান নেই... সাউন্ড ইঞ্জিনিয়ার না-কি?’
****
বিয়ের কথাবার্তা চলছেসোমার বান্ধবী অনামিকা। সে একদিন উপবৃত্তি না কিসের জানি একটি ফরম পূরণ করছিল। ফরমে একটি বিষয় ছিল ‘বৈবাহিক অবস্থা’।
অনামিকার তখন বাড়ি থেকে বিয়ে দেওয়ার কথাবার্তা হচ্ছিল। তাই সে বৈবাহিক অবস্থার স্থানে লিখল ‘কথাবার্তা চলছে’। তার লেখা পড়ে হাসতে হাসতে সবার চোখে পানি চলে এলো।
Advertisement
এসইউ/এমএস