দেশজুড়ে

বিধিনিষেধে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন, কনেপক্ষকে জরিমানা

চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে বিবাহোত্তর অনুষ্ঠান আয়োজন করার দায়ে কনেপক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ছয়মাস আগে উপজেলার লেবুবুনিয়া গ্রামের মো. শাজাহান খানের মেয়ের সঙ্গে একই উপজেলার বাজিতা গ্রামের মো. নাসির উদ্দিন বাচ্চুর ছেলের বিয়ে হয়। শুক্রবার দুপুরে বরপক্ষ কনের বাড়ি লেবুবুনিয়া গ্রামে আসে।

খবর পেয়ে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ফেরদৌস ও সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান উজ্জামান ঘটনাস্থলে গিয়ে এ অনুষ্ঠান বন্ধ করে দেন। এসময় সরকারি বিধিনিষেধ অমান্য করে অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজকদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

ইউএনও মোসা. তানিয়া ফেরদৌস বলেন, ‘শুক্রবার সকাল ৬টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। বিধিনিষেধ অমান্য করে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করায় অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে ও জরিমানা করা হয়েছে।’

এসএমএম/এমএস