ম্যাডাম ক্লাসে কাল পড়াচ্ছেন।ম্যাডাম : কাল ৩ প্রকার; অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কাল।উদাহরণ হিসেবে মনে করো- আমি সুন্দরী ছিলাম, সুন্দরী আছি, সুন্দরী থাকবো। এখন তোমরা কেউকি ৩ প্রকার কালের উদাহরণ বলতে পারবে?রিয়াজ : ম্যাডাম, আমি পারবো। ম্যাডাম : ওকে ফাইন, বলো।রিয়াজ : আপনার ধারণা ভুল ছিল, ভুল আছে, ভুল থাকবে।*****এক মাতাল ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় নিচে পানিতে চাঁদের প্রতিবিম্ব দেখে থমকে দাঁড়ালো।মাতাল এক পথচারীকে দেখে বললো এই যে ভাই, নিচে ওটা কি? পথচারী : ক্যান চাঁদ। মাতাল : কি বলেন? আমি এতো উপড়ে কি করে উঠলাম?*****একদিন স্যার তার এক ছাত্রকে জিজ্ঞেস করলো; B.B.C এর পূর্ণরুপ কি?ছাত্র : স্যার বিবিসি’র পূর্ণরুপ হচ্ছে- বেলা বিস্কিট কোম্পানি। শিক্ষক : ভারী বেয়াদব ছেলে তো । ছাত্র : আপনারটাও ঠিক স্যার। *****এক ছিল কৃপন। সবকিছুতেই সে খুব কৃপনতা করতো। দান সদকা করতো না কখনোই। একদিন সে মাংস রোদে শুকিয়ে সুটকি বানাচ্ছে ; সারা বছর খাবে বলে। এমন সময় একটি কাক এসে ছো মেরে এক টুকরো মাংস নিয়ে উড়ে গেল। কৃপন লোকটি তার পিছু ছুটলো। দু’তিন মাইল তাড়া করেও কাকের নাগাল পেল না। অবশেষে কাকটি যখন একটি নদী পার হয়ে গেল তখন কৃপন বলল যা নিয়ে যা সদকা দিলাম।*****শিক্ষক : যারা একেবারে গাধা বা নির্বোধ তারা ছাড়া সবাই বসে পড়ো।(সকল ছাত্র বসলেও একজন দাঁড়িয়ে আছে)শিক্ষক : কিরে, তুই গাধা নাকি নির্বোধ?ছাত্র : না স্যার, আপনি একা দাঁড়িয়ে আছেন বিষয়টা ভাল দেখাচ্ছে না, তাই আমিও দাঁড়িয়ে আছিএআরএস/পিআর
Advertisement