বিএনপির অবস্থা আজ মুসলিম লীগের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার সেগুনবাগিচায় খাজা নিজামউদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, বিএনপির অবস্থা আজ মুসলিম লীগের চেয়েও খারাপ। আগামীতে নির্বাচন হলে- সে নির্বাচনেও বিএনপি অংশগ্রহণ করবে না। সব সময়ে ষড়যন্ত্রের মাধ্যমে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসাই তাদের লক্ষ্য।তিনি আরও বলেন, যে দলের জন্ম অবৈধভাবে ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে- তাদের কাছে জাতি ভাল কিছু আশা করে না। তাই ওই দল সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটাই স্বাভাবিক। তারা দেশের উন্নয়ন চাইতে পারে না।বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি আবোল-তাবোল কথাবার্তা ও প্রলাপ শুরু করেছেন। বাংলার জনগণ তাদের আন্দোলনে সাড়া না দেওয়ায় বিএনপি এখন ইঁদুরের গর্তে লুকিয়ে আছে।দেশ ও জনগণের বিরুদ্ধে বিএনপি এখনও ষড়যন্ত্র করছে দাবী করে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের একের পর এক ফাঁসির রায় ঘোষণা হওয়ায় বেগম জিয়া সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। কী ভাবে এই সকল যুদ্ধাপরাধীদের রক্ষা করা যায়, এটাই এখন তার চিন্তা।হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া যতোই চেষ্টা করুন না কেন, শেখ হাসিনাই জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠিত করেছেন, গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। এই গণতন্ত্রকে আজ হত্যা করার জন্য খালেদা জিয়া যতো চেষ্টাই করুন- তা সফল হবে না। সঠিক সময়ে শেখ হাসিনা’র অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। ‘বর্তমান প্রেক্ষাপট : চলমান রাজনীতি’ শীর্ষক এই আলোচনা সভায় সংগঠনের সহ-সভাপতি ড. ইনামূল হক সভাপতিত্বে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।
Advertisement