রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ (শুক্রবার) এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে তার ক্লাব রিয়াল।
Advertisement
৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে আইসোলেশনে আছেন। টেস্টে নেগেটিভ হলেই কেবল প্রাক-মৌসুম অনুশীলনে সতীর্থদের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।
রিয়াল মাদ্রিদ অবশ্য শুধু বেনজেমার করোনা পজিটিভ হওয়ার খবরটিই জানিয়েছে। তারকা এই স্ট্রাইকারের মধ্যে কোভিড-১৯ উপসর্গ আছে নাকি নেই, সেই বিষয়ে বিস্তারিত কিছু বলেনি ক্লাবটি।
ফ্রান্সের হয়ে কয়েকদিন আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছেন বেনজেমা। যে আসরে সুইজারল্যান্ডের কাছে অঘটনের শিকার হয়ে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় বিশ্বচ্যাম্পিয়নরা।
Advertisement
এমএমআর/জেআইএম