শরীয়তপুরের গোসাইরহাটে কঠোর বিধিনিষেধ অমান্য করে বৌভাতের আয়োজন করায় বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
শুক্রবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার নাগেরপড়া ইউনিয়নের মধ্য মলংচড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন।
স্থানীয় সূত্রে জানায়, বৃহস্পতিবার (২২ জুলাই) নাগেরপাড়া ইউনিয়নের মধ্য মলংচড়া গ্রামের সেকান্দার ব্যাপারীর ছেলে রেজাউল ব্যাপারীর (২৮) সঙ্গে উত্তর হলইপট্টি গ্রামের মালেক মাঝির মেয়ে আছিয়া আক্তারের (১৮) পারিবারিকভাবে বিয়ে হয়। শুক্রবার বরের পরিবারের পক্ষ থেকে বিয়ের পরবর্তী অনুষ্ঠান বৌভাতের আয়োজন করে।
দুপরে এমন সংবাদের ভিত্তিতে ইউএনও মো. আলমগীর হুসাইন সরেজমিনে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বৌভাত অনুষ্ঠান বন্ধ করে দেন এবং বরের বাবা সেকেন্দার ব্যাপারীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
Advertisement
ইউএনও মো. আলমগীর হুসাইন বলেন, ‘করোনা সংক্রমণের মধ্যে ১৫০-২০০ মানুষের সমাগম ঘটিয়ে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই অনুষ্ঠান বন্ধ করে দিয়ে বর রেজাউল ব্যাপারীর বাবা সেকেন্দার ব্যাপারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি স্থানীয় গ্রাম পুলিশ হুমায়ুন কবির ও মো. দুলালকে সার্বক্ষণিক ওই বাড়িতে পাহারায় রাখা হয়েছে যাতে কোনোভাবেই বৌভাতের আয়োজন করতে না পারে।’
উল্লেখ্য, করোনা সংক্রমণ বাড়ায় ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ ঘোষণা করে সরকার। তবে ঈদুল আজহা উপলক্ষে গত ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। পরে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়।
মো. ছগির হোসেন/এসজে/জেআইএম
Advertisement