দেশজুড়ে

করোনা : ফেনীতে মারা গেলেন আরও ৫ জন

ফেনীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

Advertisement

শুক্রবার (২৩ জুলাই) ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী এ তথ্য জানান।

মৃতরা হলেন- ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকার বাসুদেব শীল (৪০), ছাগলনাইয়ার চাঁদগাজী এলাকার সফিকুর রহমান (৬০), দাগনভূঞার বেকের বাজার এলাকার আবুল হোসেন (৬২), সোনাগাজীর আমান উল্লাহ (৭২) ও চৌদ্দগ্রামের স্বপ্না আক্তার (৩৫)।

তিনি বলেন, ‘৩০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতালে ১৩৬ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে উপসর্গে ১১৪ জন ও করোনায় আক্রান্ত হয়ে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন। ১২৩ জনকে অক্সিজেন সেবা ও ১৩ জনকে আইসিইউ সেবা দেয়া হচ্ছে।’

Advertisement

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের করোনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪১৩ জনের নমুনা পরীক্ষা করে ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৭৮ জন, দাগনভূঞায় ২৫ জন, ছাগলনাইয়ায় ২৯জন, পরশুরামে ২৪ জন ও ফুলগাজীতে আটজন রয়েছে।

জেলায় আক্রান্তদের মধ্যে এক হাজার ৮৮১ জন হোম আইসোলেশনে ও ৬০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/জেআইএম

Advertisement