সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।
Advertisement
তিনি বলেন, ‘মৃতদের সবাই সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’
মৃতরা হলেন- সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার জিল্লুর রহমানের ছেলে দোলন (৫০), শহরের সুলতানপুর এলাকার মনজুর জামানের স্ত্রী কামরুনাহার (৪৫), সদর উপজেলার বৈকালী গ্রামের মুত জামাত আলীর স্ত্রী জাহানারা খাতুন (৬০), আশাশুনি উপজেলার হাজিপুর গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে জয়নুদ্দিন (৮৭) ও শ্যামনগর উপজেলার চাউলখোলা গ্রামের আলামিনের স্ত্রী জুলেখা (৩৫)।
ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৬৩ নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা পজিটিভ হন। শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ।’
Advertisement
এনিয়ে জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৯৮ জন।
আহসানুর রহমান রাজীব/আরএইচ/জেআইএম