দেশজুড়ে

বরিশাল বিভাগে একদিনে ২০ জনের মৃত্যু

বরিশাল বিভাগে একদিনে করোনা ও উপসর্গে ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

একই সময়ে নতুন করে ১৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৬৭ শতাংশ।

শুক্রবার (২৩ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, ‘গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে ১৫ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে দুইজন ও উপসর্গে ১৩ জন চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ২৭৭ জন। এখানে করোনা আক্রান্ত রোগী রয়েছেন ১০১ জন।’

Advertisement

তিনি আরও বলেন, ‘মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৯৯ জন পজিটিভ হন। শনাক্তের হার ৫২ দশমিক ৬৫ শতাংশ।’

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, ‘বিভাগের ছয় জেলায় ৪৫০ টি নমুনা পরীক্ষায় ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে সংক্রমণের হার সবচেয়ে বেশি বরিশাল জেলায়। এ জেলায় ২৩১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৭ দশমিক ১৯ শতাংশ। এরপর ভোলায় শনাক্তের হার ৪৭ দশমিক ১২ শতাংশ। এ জেলায় ১০৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। পটুয়াখালীর ২১ জনের নমুনা পরীক্ষায় আটজনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৩৮ দশমিক ১০ শতাংশ।

বরগুনায় ১১ জনের নমুনা পরীক্ষায় চারজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৩৬ শতাংশ। ঝালকাঠীতে ১৭ জনের নমুনা পরীক্ষায় চারজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৫৩ শতাংশ। পিরোজপুরে ৬৬ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৬৪শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠীতে দুইজন করে এবং পটুয়াখালীতে একজন রয়েছেন।

Advertisement

সাইফ আমীন/আরএইচ/জিকেএস