দেশজুড়ে

খুলনা বিভাগে করোনায় আরও ৩০ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ ভাইরাস শনাক্ত হয়েছে ৩৬১ জনের দেহে।

Advertisement

শুক্রবার (২৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার (২২ জুলাই) বিভাগে ৪০ জনের মৃত্যু এবং ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ও যশোরে পাঁচজন করে, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় তিনজন করে, মাগুরায় দুইজন ও ঝিনাইদহে একজন মারা গেছেন।

খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮৫ হাজার ৫৩৫ জনের দেহে। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৯৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ হাজার ১১৫ জন।

Advertisement

আলমগীর হান্নান/আরএইচ/জিকেএস