দেশজুড়ে

করোনাভাইরাস : চুয়াডাঙ্গায় আরও ৭ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন। এদিন জেলায় নতুন করে আরও ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

Advertisement

শুক্রবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এসএম মারুফ হাসান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন জন। উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়েলোজোনে চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৬ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১৪৯ জনের ও জেলার বাইরে ১৭ জনের।

Advertisement

বৃহস্পতিবার জেলায় ৬৩ নমুনা পরীক্ষায় করে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় সাতজন, আলমডাঙ্গায় তিনজন, দামুড়হুদায় পাঁচজন ও জীবননগরে একজন রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট ৫ হাজার ৫৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সালাউদ্দীন কাজল/এসএমএম/এমএস

Advertisement