বগুড়ায় গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় ও উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে। বগুড়ার তিনটি হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন।
Advertisement
এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ২১৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
করোনায় মৃত আকরাম হোসেন (৬৬) শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
Advertisement
এদিকে নতুন আক্রান্তদের মধ্যে সদরের ৬০ জন, দুপচাঁচিয়ায় আটজন, ধুনটে ছয়জন, সোনাতলায় তিনজন, আদমদীঘিতে দুজন, কাহালুতে দুজন, শিবগঞ্জ, শেরপুর ও নন্দীগ্রামে একজন করে ব্যক্তি রয়েছেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর জানান, জেলায় দুটি পিসিআর ল্যাবে ২১৫টি নমুনায় নতুন করে আরও ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। এরমধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনায় ৬৯ জন ও টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৭টি নমুনায় ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার সকালে সর্বশেষ পাওয়া ফল অনুযায়ী, বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭০৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ২৮৬ জন। আর জেলায় করোনা মৃত্যু হয়েছে ৫২৭ জনের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২ হাজার ৯৫ জন।
এসএমএম/এমএস
Advertisement