পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের রো রো ফেরি শাহ জালালের ২০ যাত্রী আহত হয়েছেন।
Advertisement
শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে মাধারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত ফেরিতে কয়েকশ যাত্রী ও অর্ধশতাধিক যানবাহন ছিল। তবে তাৎক্ষণিক ফেরি নিয়ন্ত্রণে নিয়ে আসায় বড় কোনো বিপদ হয়নি। পরে চালক নির্বিঘ্নেই শিমুলিয়াঘাটে এসে ফেরি নোঙর করেছেন।
প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, সকালে বাংলাবাজার থেকে ঢাকামুখী কয়েকশ যাত্রী ও অর্ধশতাধিক যানবাহন নিয়ে রো রো শাহ জালাল ফেরিটি শিমুলিয়ায় আসছিল। পথে পদ্মা সেতুর পিলারের কাছাকাছি পৌঁছালে হঠাৎ করেই ফেরি বন্ধ হয়ে সজোরে সেতুর পিলারে গিয়ে ধাক্কা লাগে। এসময় যাত্রীদের কেউ মাথায়, কেউ পায়ে আঘাত পান। এতে কয়েকজনের মাথা ফেটে গেছে।
Advertisement
আব্দুস সালাম সরকার নামে এক যাত্রী জানান, চালকের কারণেই এই দুর্ঘটনায় পড়তে হয়েছে। শতশত মানুষ ছিল। অনেকে আহত হয়েছেন।
আরেক যাত্রী বলেন, ‘অনেক জোরে ধাক্কা লাগছে, ক্যান্টিনের গ্লাস, প্লেট, ফ্রিজ সব পড়ে ভেঙে গেছে। কেউ মাথায়, কেউ হাত-পায়ে আঘাত পেয়েছেন।’
ফেরি শাহ জালালের চালক আব্দুল রহমান বলেন, ‘ফেরি ভালোভাবেই চলছিল। পদ্মা সেতুর সামনে আসার পর হঠাৎ ফেরির ইলেকট্রনিক সিস্টেম ফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এসময় নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি পিলারে গিয়ে ধাক্কা লাগে। তাৎক্ষণিক ব্রেক উঠিয়ে আবারো ফেরি চালু করতে পারি এবং গন্তেব্যে পৌঁছে ভালোভাবে নোঙর করেছি।’
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুর কাদের জাগো নিউজকে বলেন, ‘পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগার বিষয়টি আমার জানা নেই। তবে পদ্মায় চলাচলকারী যেকোনো নৌযানের ধাক্কা সহ্য করতে পারে এমন নকশা করেই সেতুর পিলার নির্মাণ করা হয়েছে। সেক্ষেত্রে সেতুতে প্রভাব পড়বে না। যদি সামান্য অংশ ভেঙে যায়, তাহলে সেগুলো সংস্কার করলেই হবে।’
Advertisement
এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদকে পাওয়া যায়নি।
আরাফাত রায়হান সাকিব/এএএইচ/এমএস