দেশজুড়ে

করোনায় মৃত আরও ২ জনের মরদেহ দাফন করল ‘টিম খোরশেদ’

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত আরও দুইজনের মরদেহ দাফন করেছে নারায়ণগঞ্জের ‘টিম খোরশেদ’। বৃহস্পতিবার (২২ জুলাই) জেলার বন্দর উপজেলার তিনগাঁও ও কুশিয়ারা এলাকায় তাদের দাফন করা হয়।

Advertisement

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নারায়ণগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বিকালে করোনা আক্রান্ত হয়ে বন্দর উপজেলার তিনগাঁও গ্রামের সেতারা বেগম (৬০) ও রাত দশটার দিকে কুশিয়ারা গ্রামের মো. শাহাবুদ্দিন (৬০) মৃত্যুবরণ করেন। করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় তাদের পরিবার দাফনের জন্য ‘টিম খোরশেদ’কে আহ্বান জানান। খবর পেয়ে ‘টিম খোরশেদ’ মধ্যরাতে দুজনের মরদেহ দাফন করেন।

এসময় স্বেচ্ছাসেবক হাফেজ শিব্বির, রোজিনা আক্তার, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, আনোয়ার হোসেন, মো. শহীদ, রিজন অর্ণব ও নাঈম মোল্লা উপস্থিত ছিলেন।

দেশে করোনা প্রাদুর্ভাব শুরু হলে মৃতদের দাফনে এগিয়ে আসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। সহযোগীদের নিয়ে গড়ে তোলেন ‘টিম খোরশেদ’। করোনাকালীন তার কর্মকাণ্ড বেশ সারাদেশে বেশ প্রশংসিত হয়। খোরশেদ পান ‘করোনা বীর’ উপাধি।

Advertisement

টিম খোরশেদ এখন পর্যন্ত নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকার ২২৩ জন করোনা আক্রান্ত মানুষের মরদেহ দাফন ও সৎকার করেছে।

এসকে শাওন/আরএইচ/এমএস