জাতীয়

চট্টগ্রামে করোনায় আরও ছয়জনের মৃত্যু, শনাক্ত ৪৫১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৬৮ জনে।

Advertisement

একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৫১ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭৪ হাজার ২৬১ জনে।

শুক্রবার (২৩ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষায় ৪৫১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২৩৭ ও উপজেলার ২১৪ জন।

Advertisement

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৯৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৮৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৬ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৪ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১০ জন এবং অ্যান্টিজেন টেস্টে ৫৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

মিজানুর রহমান/জেডএইচ/

Advertisement